স্টাফ রিপোর্টার : ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের যশপুরে সীমান্ত এলাকায় কোটি টাকা মূল্যের ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
ফেনীস্থ ৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো: কামরুজ্জামান গণমাধ্যম কে জানান, গতকাল রবিবার যশপুর বিওপির নায়েক সুবেদার মো: ফজলুল হকের নেতৃত্বে বিজিবির একটি দল উত্তর যশপুর সীমান্ত পিলার-২১৮৯/এম হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট ৭৬ হাজার ৭শ ৮০ পিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য ১ কোটি ১৫ লাখ ১৭ হাজার টাকা।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী ফেনী কাস্টমস্ এ জমা কর হয়েছে।