ফুলগাজী প্রতিনিধি: ফুলগাজী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২২ জুলাই (বুধবার) বিকালে এক জরুরি সভার মাধ্যমে ১৫ (পনেরো) সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় দৈনিক আমাদের সময় ও দৈনিক ষ্টার লাইন’র প্রতিনিধি কবির আহম্মদ নাছির-কে সভাপতি এবং দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক ফেনীর সময়’র প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি সম্পাদক ও সকল সদস্যের সম্মতিক্রমে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি পদে সাপ্তহিক ফেনী বার্তা’র প্রতিনিধি ও ফুলগাজী প্রতিদিন ডটকমের সম্পাদক এস.এ মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রা’র প্রতিনিধি ও ফুলগাজী নিউজ টুয়েন্টিফোর ডট কম’র সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ পদে দৈনিক আজকালের খবর, দৈনিক নয়াপয়গাম,ফেনীর জমিন অনলাইনের ফুলগাজী প্রতিনিধি ও ফুলগাজী সময় ডটকম’র সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মজুমদার, দপ্তর ও প্রচার সম্পাদক পদে দৈনিক সন্ধ্যাবানী’র প্রতিনিধি ইউনুছ ভূঁঞা সুজন।
এছাড়াও সদস্য পদে নির্বাচিত হয়েছেন, সাপ্তাহিক ফেনী সমাচার’র পত্রিকার স্টাফ রিপোটার হারুনুর রশিদ, দৈনিক মানবাধিকার’র প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক আমার সময়’র প্রতিনিধি জাহিদ ইকবাল শাকিল, অনলাইন পোর্টাল ফুলগাজী প্রতিদিনের প্রতিনিধি শরিফুল ইসলাম, জনতার কন্ঠের প্রতিনিধি নিজাম উদ্দিন পাটোয়ারী, সাপ্তাহিক ফেনীর ডাকের প্রতিনিধি দেলোয়ার হোসেন ঝন্টু, ফুলগাজী নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি সাজ্জাদ হোসেন রাকিব, ও এমএল বাংলা টিভির প্রতিনিধি আবুল মুনসুর ডিপ্টি ও ফুলগাজীর আলোর প্রতিনিধি ইছমাঈল হোসেন ইমন।