ফুলগাজী প্রতিনিধি: ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলা উদ্দিন চৌধুরী নাসিম পরিচালিত, সালেহ উদ্দিন ও হোসনে আরা ফাউন্ডেশনের অর্থায়নে চালু হলো অক্সিজেন সেবা ও করোনা আইসোলেশান ইউনিট। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল আলিম মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সোহেল।
এ সময় পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হকসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জানান, আলা উদ্দিন চৌধুরী নাসিম এর পরিচালিত সালেহ উদ্দিন ও হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের অর্থায়নে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন ও করোনা ইউনিটের ব্যবস্থা করা হয়। এর আগে একই ফাউন্ডেশনের উদ্দ্যেগে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অক্সিজেন সেবা ও করোনা ইউনিট চালু করা হয়েছে।