ফুলগাজী প্রতিনিধি : ফেনী পরশুরাম ভাই বোন পরিবহনের একটি বাস (ফেনী -ব ০৫-০০০৮) চালক বেপরোয়া গতিতে চালিয়েছেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলার ভেঙে নারকেল গাছের সাথে সজোরে ধাক্কা খায় বাসটি।
এ সময় গাড়িতে থাকা অন্তত ১০/১২ জন যাত্রী গুরুতর আহত হন। অল্পের জন্য রক্ষা পান সড়কের পাশে বসে থাকা ফুলগাজী উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ ৪/৫ জন ব্যক্তি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে ফেনী- পরশুরাম সড়কের বন্দুয়া ব্রিজ সংলগ্ন দোকানের সামনে এঘটনা ঘটে।
ফুলগাজী থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবী বলেন, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।