দাগনভূঞা প্রতিনিধি: ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ- ২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় চলতি অর্থবছরে দাগনভুঞা উপজেলা মৎস্য পরিদপ্তরের আয়োজনে আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ইয়াকুবপুর ইউপি’র এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি’র লিফ মোঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। এতে আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা দপ্তরের কর্মকর্তাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।