গাজী মোহাম্মদ হানিফ :- সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী বাজারে ১১ই ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। অগ্নিকাণ্ডে প্রবীণ আওয়ামিলীগ নেতা ও মঙ্গলকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান এনামুল হক এনামের রাইচ মিল ও ঘর। চেয়ারম্যানের ভাই মাহবুবুল হক এর দোকানঘর সহ ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান ঘরগুলোর মধ্যে ২টি শুটকি গোডাউন, ১টি লেপ তোষকের গোডাউন, ১টি লবনের গোডাউন ও একটি নির্মাণ সামগ্রী রাখার গোডাউন ছিলো।
ফেনী জেলা আওয়ামিলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এনামুল হক জানান, রাত আনুমানিক ২টায় সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ারসার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভায়। এনামুল হক জানান- অগ্নিকাণ্ডে তার রাইচ মিলের যন্ত্রাংশ, তুলার মেশিন ও দোকানঘর সহ পুড়ে যাওয়ায় আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বেলায়েত হোসেন, কামাল, আবু সায়েদ ও মিন্টু জানান- এই ভয়াবহ অগ্নিকাণ্ডের দরুন তাদের মালামাল পুড়ে যাওয়ায় তারা প্রায় নিঃস্ব হয়ে গেছেন। তাদের সম্মিলিত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছেন।
সোনাগাজী ফায়ারসার্ভিস সূত্র জানায়, রাতে আনুমানিক ২টায় কল পেয়ে ফায়ারসার্ভিস সদস্যগণ তাদের ২টি ইউনিট অগ্নি নির্বাপণে অংশগ্রহণ করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।