প্রেস বিজ্ঞপ্তিঃ দেশ বিদেশের জানা অজানা সকল প্রকার সংবাদপত্রগুলোর সুন্দর তালিকার নিয়ে আত্নপ্রকাশ করছে মেদহীন ঝরঝরে ডিজাইনের বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেক্টরি “অলবিডিনিউজ” https://allbd.news
আর এ সাইটে যুক্ত হলো ফেনীর জনপ্রিয় অনলাইন পত্রিকা “ফেনীর জমিন”
অলবিডি নিউজ ওয়েব সাইটে আপনার প্রিয় সকল জাতীয় পত্রিকা, সকল জেলার অনলাইন,দৈনিক থেকে সাপ্তাহিক,আঞ্চলিক পত্রিকা ,দেশের তৃণমুল পর্যায়ের সকল অনলাইন নিউজ পোর্টাল, সকল রেডিও চ্যানেল, ইন্টারনেট রেডিও, টেলিভিশন চ্যানেল, আইপি টিভি, ইন্টারনেট টিভি চ্যানেল, খুঁজতে খুঁজতে আর হয়রান হতে হবে না।
মোবাইল এবং কম্পিউটারে এখন আপনি এক ক্লিকেই পাচ্ছেন, বাংলাদেশসহ বিশ্বের সকল সংবাদপত্রসহ চাকুরী বিষয়ক ওয়েবসাইট, প্রযুক্তির বিষয়ক ওয়েবসাইট, বাংলা এবং ইংরেজি পত্রিকার ই-পেপার, দরকারি এবং পছন্দের সকল পত্রিকা এবং ম্যাগাজিনের সর্ববৃহৎ তালিকা নিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মেদহীন ঝরঝরে ডিজাইনের বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া তালিকা https://allbd.news , সাইটটি আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন । যে কোন প্রয়োজনে ফোন করতে পারেন 01714709953 এই নাম্বারে ।