স্টাফ রিপোর্টারঃ গত ২১/১০/২০২০ইং তারিখ ইসলামী ব্যাংক লিমিটেড দাগনভুইয়া শাখা, ফেনী হইতে নগদ =২৭,৬১,৫০০/- (সাতাশ লক্ষ একষট্টি হাজার পাঁচশত) টাকা উত্তোলন করিয়া মোঃ আবু জাফর শাহীন ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের সত্তাধিকারী কুঠিরহাট সোনাগাজী যাওয়ার সময় অনুমান তিন ঘটিকার সময় দাগনভুইয়া থানাধীন মাতুভূইয়া ইউপিস্থ বেকের বাজার উত্তর আলীপুর সৌদিয়া মসজিদের সামনে উপস্থিত হওয়া মাত্রই ০১ (এক) দল আন্তঃজেলা ডাকাত ভুয়া ডিবি পরিচয় দিয়ে উক্ত ব্যক্তিকে ০১ (এক) টি সিলভার রংয়ের প্রাইভেট কারে জোর পূর্বক উঠাইয়া নিয়া কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন দয়াপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মুখী মহাসড়কের পাশে ফেলে রেখে টাকা নিয়া যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত ২১/১০/২০২০ইং তারিখে দাগনভুইয়া থানায় ০১ (এক) টি মামলা রুজু হয়। যাহা দাগনভুইয়া থানার মামলা নং ১১ তারিখ-২১/১০/২০২০ইং ধারা -৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।
ঘটনার পর পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাঈনুল ইসলাম পিপিএম (বার) এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে এ এন এম নুরুজ্জামান অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক খালেদ হোসেন এর একটি বিশেষ টিম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞান ভিত্তিক তদন্তে আসামীদের শনাক্ত করিয়া ঘটনায় জড়িত ০৩ (তিন) জন শীর্ষ আন্তঃজেলা ডাকাত‘কে গ্রেফতার পূর্বক তাদের দখল হইতে উক্ত ডাকাতির ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো গ-২৮-৬৪২২ উদ্ধার পূর্বক জব্দ করেন এবং ডাকাতির ঘটনায় লুন্ঠনকৃত =৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা উদ্ধার করেন।
তদন্তে জানা যায় যে, উক্ত ডাকাত দল ঢাকাসহ আশে পাশে জেলায় বিভিন্ন ব্যাংকের সামনে অবস্থান করে প্রতিনিয়ত ডাকাতি সংগঠিত করে থাকে । তাহাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
আসামীদের নাম ঠিকানাঃ-
১. মোঃ জাকির হোসেন (৩৮) পিতা- ময়েজ উদ্দিন হাওলাদার, মাতা রোসনারা বেগম, সাং- পঞ্চকরালিয়া(পঁচা কোরালিয়া) হাওলাদার বাড়ী, থানা-তালতলী, জেলা- বরগুনা। বর্তমান ঠিকানা- চামুড্ডা বাজার, আফসার মিয়ার কলোনী, থানা পূবাইল, জেলা- গাজীপুর। মাটিকাটা ইসিবি চত্ত্বর ফুটওভার ব্রীজ এর নীচ ক্যান্টনমেন্ট এলাকা ঢাকা হইতে
২. মোঃ সবুজ মিয়া (৫০), পিতা- মোঃ ইব্রাহিম আকন্দ, মাতা- মোছাঃ ছফুরা, সাং- জেলাদার পাড়া পুরান বগুড়া, ফাপর বগুড়া পৌরসভা, থানা- বগুড়া সদর, জেলা- বগুড়া। বর্তমান ঠিকানা- এ/১২ সাভার ব্যাংক কলোনী দরবেশ খা এর বাড়ীর ভাড়াটিয়া, খাজা মসজিদ রোড, হাবিব টাওয়ারের পিছনে সাভার ঢাকা‘ সাভার ব্যাংক কলোনী গেইটস্থ অটোরিক্সা স্ট্যান্ড হইতে
৩. মোঃ ইমরান নাজির (৩৮), পিতা- মোঃ আবু জাফর, মাতা- নান্চু বেগম, স্থায়ী ঠিকানা সাং- চৌরইকুল, সরকার বাড়ীর পাশে, থানা চাটমোহর, জেলা- পাবনা। নানা বাড়ী ঠিকানা সাং- রামদিয়া, থানা- বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। বর্তমানে মিরপুর-১৩ রোড নং-০১ বাসা নং-৪৫ এর ভাড়াটিয়া কাফরুল থানাধীন মিরপুর-১৩ নং ওপেক্স গার্মেন্টস এর সামনে হইতে গ্রেফতার করা হয়।