দাগনভুঞা প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা আজ শনিবার বিকেলে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকতা নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো:ওয়াহিদুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মাইনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো:নাছির উদ্দিন পাটওয়ারী, সহকারী পুলিশ সুপার সার্কেল মো:সাইকুল ইসলাম এবং মেয়র, কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদসহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।
এতে জেলা প্রশাসক সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করছেন।