দাগনভুঞা প্রতিনিধিঃ নির্বাচনী আচরণ বিধি সমন্বয় সভায় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ, হুমকি-ধমকি,হামলা হয়রানি বন্ধসহ পৌরসভা নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত (ধানের শীষ মার্কা) প্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন।
আজ রবিবার (১০ জানুয়ারী) বিকেলে বসুরহাট রোড়স্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী সাইফুর রহমান স্বপন বলেন,প্রচারণা শুরুর পর থেকেই হুমকি ও হামলার ভয়-ভীতি দেখিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করছেন প্রতিপক্ষের সমর্থক গোষ্ঠী। বিএনপি নেতা কর্মীদের বিভিন্ন ভাবে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি প্রদান করা হচ্ছে। উক্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরী হয়নি। দ্রুত পৌর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, ইবিএম বাতিল, স্বচ্ছ ব্যালট বক্স স্থাপনসহ নির্বাচনের ৩ দিন আগে সেনা মোতায়েন করা একান্ত প্রয়োজন। নির্বাচনের ৩দিন আগ থেকে পৌরসভার প্রবেশদ্বারসহ ছোট বড় প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসানো দরকার। এ ছাড়া তিনি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে ফেনীর জেলা প্রশাসক,পুলিশ সুপার ও দাগনভুঞা থানার ওসির প্রত্যাহার চেয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলা উদ্দিন গঠন ও সাইফুর রহমান রতন, বিএনপি নেতা ও দাগনভুঞার রামনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বাহাদুর,দাগনভুঞা উপজলা যুবদলের সাধারন সম্পাদক কবির আহমদ ডিপলু,দাগনভুঞা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম দুলাল,ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সিরাজী প্রমূখ।