গাজী মোহাম্মদ হানিফ>>>সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের ডাকবাংলা টু আমির উদ্দিন মুন্সীর বাজার সড়ক ও ভোর বাজার- সাহেবের হাট টু আমির উদ্দিন মুন্সীর হাট সড়কের সংযোগস্থলে রয়েছে শতবর্ষী ঝুঁকিপূর্ণ একটি ব্রীজ! ৩টি রাস্তার সংযোগস্থলে বিপদজনক টার্নিং থাকায় সবসময়ই আতঙ্ক নিয়ে পথচারী ও গাড়ী চলাচল করে থাকে। একটু অসাবধানতায় যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান- প্রায় এক বছর আগে ব্রীজটি টেন্ডার হয়েছে। আমি বারবার অনুরোধ করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান শর্শদী মেটাল নানান অজুহাতে ব্রীজটির নির্মাণ কাজ শুরু করেনি। ব্রীজের রেলিং সহ কিছু অংশ ইতিমধ্যে ভেঙে খালে পড়ে গেছে, আমি নিজেও এই পথে চলাচলের সময় আতঙ্কের মধ্যে থাকি।
ঠিকাদারি প্রতিষ্ঠান শর্শদী মেটালের পক্ষে সবুজ জানান – খালে বেশী পরিমাণ পানি থাকায় কাজ শুরু করা যাচ্ছেনা, আগামী মার্চ মাসের শেষ নাগাদ পানি কমে গেলো ব্রীজের নির্মাণ কাজ শুরু করা হবে।
দ্রুততম সময়ে একটি নিরাপদ টার্নিংযুক্ত সড়ক ও নতুন একটি ব্রীজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির সহ সংশ্লিষ্ট এলাকাবাসী।