মোহাম্মাদ আলী: ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক ধর্ষণ সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত তিন আসামি কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) রাত পৌনে এগারোটায় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে ছাগলনাইয়া পৌরসভার সামনে থেকে মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাইদুল হক বাবু (২১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুল হক বাবু উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের কমর আলী সওদাগর বাড়ীর মোঃ আজিজুল হক ও মোছাঃ সেলিনা আক্তারের পুত্র।
অপর এক মামলায় বুধবার (১২ জুন) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি আবুল কালাম (৫৫) কে উপজেলার পূর্ব ঘোপালের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত আবুল কালাম পূর্ব ঘোপাল গ্রামের মৃত মোখলেছুর রহমানের পুত্র ।
পুলিশের অপর একটি দল বুধবার (১২জুন) রাতে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী রেজাউল করিম কামরুল (৩৫) কে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে । গ্রেপ্তারকৃত রেজাউল করিম কামরুল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র । ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান তার নামে নারী ও শিশু নির্যাতন সহ তিনটি মামলা রয়েছে ।