স্টাফ রিপোর্টারঃ দেশের অন্যতম প্রভাবশালী জাতীয় দৈনিক যুগান্তর এর জন্মদিন ছিলো আজ এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফেনীর সোনাগাজী ও ছাগলনাইয়ায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আমাদের সোনাগাজী প্রতিনিধি জানান,আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। র্যালিটি সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে সোনাগাজী প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনের সভাপতিত্বে ও সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি, কালের কন্ঠ’র সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
এতে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী মো. আবু সুফিয়ান, সদস্য সচিব আলহাজ্ব সিরাজুল ইসলাম, পৌর আ.লীগের সাধারন সম্পাদক আবু তৈয়ব বাবুল, কুমিল্লার বুড়িচং মহিলা কলেজের প্রভাষক কাওছার আলম, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভূট্রো।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাঈন উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়ন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, হোমিও গবেষক ডা. মাহতাব হোসাইন মাজেদ, ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন জাহাঙ্গীর, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি, আমজাদ হোসাইন, আমাদের নতুন সময়ের প্রতিনিধি বাহার উল্যাহ বাহার, আমাদের সময় প্রতিনিধি মো. ওমর ফারুক, সাংবাদিক হাবিবুল ইসলাম রিয়াদ, গাজী মোহাম্মদ হানিফ, ছালাহ উদ্দিন, নূরুল আবছার সোহাগ, আবদুল্লাহ রিয়েল, বেলায়েত হোসেন পিংকু, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, হাজী জসিমুল হক, আ.লীগ নেতা আকবর হোসেন, মোশারফর হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.সাইদুল হক, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেয়ামত উল্যাহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের পৌর সভাপতি মোসলেহ উদ্দিন ফারুক, মাস্টার পাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও হাফেজ মাও. হাসান মাহমুদ। এসময় বক্তারা বলেন বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর আরো অনেকদূর এগিয়ে যাবে। দৈনিক যুগান্তর সব শ্রেনি পেশার মানুষের মূখপাত্র হিসবে দায়ীত্ব পালন করে যাচ্ছে। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে উৎসব করেন। পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সোনাগাজী প্রতিনিধির হাতে ফুল দিয়ে যুগান্তর পরিবারকে শুভেচ্ছা জানান।
এ ছাড়া আমাদের ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি জানান,ছাগলনাইয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের জন্মদিন ।
সোমবার (১ ফ্রেরুয়ারি) দুপরে এ উপলক্ষ্যে শহরের ডাকবাংলােয় আয়োজন করা হয় কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
যুগান্তর প্রতিনিধি নুরুজ্জামান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ,মৌলভী সামছুল করিম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জলিল ভুঁইয়া, মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, ছাগগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, উপজেলা জাতীয় পার্টির নেতা আলমগীর কবির ভুঁঞা, প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া ডটকমের সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, প্রেসক্লাব সম্পাদক আউয়াল চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সদস্য কফিল উদ্দিন, সাংবাদিক এনায়েত উল্যাহ সোহেল, সহকারি শিক্ষক তৌহিদুল ইসলাম বুলু প্রমূখ।
অতিথিরা যুমনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে যুগান্তরের ধারাবাহিক সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারি খোকন, সহকারি শিক্ষক ইকবাল হোসেন, সাংবাদিক জিয়াউল হক বাপ্পি, সাইফুল ইসলাম ভুঁঞা সোহেল, সেপাল নাথ, সাখাওয়াত হোসেন সাজ্জাদ, যুবলীগ নেতা নুরুল আলম লিটন,আফসার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আশিক একরাম রাব্বি, প্রবাসি মোঃ আব্দুল আলিম, বঙ্গবন্ধু ব্লাড ডোনেট ফাউন্ডেশন পৌর শাখার সহ-সভাপতি আবদুল হালিম।
আলোচনা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন উদযাপন করেন অতিথিরা।