ফেনী সদর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ঘোষিত রায়কে ফরমায়েশি রায় উল্লেখ করে প্রদানকৃত সাজা বাতিলের দাবী জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় ফেনী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মআহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আবদুল খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারী, আলা উদ্দিন গঠন,সদর উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক তপন কর, ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেছবাহ উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন ও জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন বাবলু, ফেনী পৌর বিএনপির যুগ্মআহবায়ক খোরশেদ আলম, দাগনভুঞা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফরিদুল আলম রাহাত, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলুসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে শহিদ শহিদুল্লা কায়সার সড়কের ইসলামপুর রোডে মাথায় গিয়ে শেষ হয়।