দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক নির্ভীক সম্পাদক মন্ডলীর সভাপতি শামছুল আলম ভুট্টো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কাজী রুনা লায়লা, সিনিয়র শিক্ষক দীপঙ্কর মজুমদার, ইউ এম মন্জুরুল আলম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন; বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার মান আরো বাড়াতে হবে। তিনি শিক্ষার্থীগনকে পড়ালেখায় আরো মনোযোগী হয়ে আরো ভালো ফলাফল অর্জনের পরামর্শ দেন।
তিনি আরো বলেন শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের জন্যে নয়, প্রকৃত শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হতে হবে। তিনি বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে গৃহিত বিভিন্ন কর্মসুচীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। চলমান করোনা মহামারীতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিশেষে তিনি শিক্ষার্থীদের মাঝে স্কুল ডায়েরি বিতরন করেন। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।