দাগনভুঞা প্রতিনিধি: “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” এ প্রতিপাদ্য নিয়ে ১৮ অক্টোবর সোমবার দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে।
দিবসের প্রারম্বে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দিদারুল কবির রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহিন মুন্সি।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভিন রুহি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মোঃ মহসিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বলরাম চন্দ্র মজুমদার, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ।
অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক, তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে কুইজ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে উপজেলা পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।