দাগনভুঞা প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে পাঠিয়ে সু-চিকিৎসার দাবীতে আগামী ২৮ ডিসেম্বর ফেনীর জনসভায় যোগদানের লক্ষ্যে দাগনভূঁইয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা ২৬ ডিসেম্বর রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সভা শুরুর পূর্বে থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করা হয়।
সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন,দাগনভূঁইয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার,দাগনভুঞা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বি,এ, দাগনভুঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক মেয়র কাজী সাইফুর রহমান স্বপন, দাগনভুঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, দাগনভুঞা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো: হোসেন ও সাধারণ সম্পাদক মো:বাচ্চু, দাগনভুঞা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, দাগনভুঞা পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম,সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল হক, রাজাপুর ইউনিয়নের সাবেক মেম্বার মোতাহের হোসেন সহ দাগনভূঁইয়া থানার প্রত্যেক ইউনিয়ন থেকে আগত ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা দাগনভুঞা উপজেলা থেকে ফেনীর সমাবেশে বিপুল পরিমান নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে নেতা-কর্মীদের সকল বিভেদ ভুলে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করেন এবং জনসভাকে জনস্রোতে পরিণত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।