শহর প্রতিনিধি: আমান উদ্দিন কায়সার সাব্বির ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব। তিনি ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। পহেলা জানুয়ারী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেনীর জমিন অনলাইনের পাঠকদের জন্য লেখাটি এখানে পত্রস্থ করা হলো—
।।।।। শুভ শুভ শুভদিন, ছাত্রদলের জন্মদিন।।।।। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমার সোনালী স্মৃতি; ১৯৯১ থেকে ২০১৪ পর্যন্ত প্রানের এই সংগঠন আমাকে দিয়েছে অনেক খ্যাতি, হাজারো কর্মীর শ্রদ্ধা ও ভলোবাসা। ১৯৯২-এ ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি, ১৯৯৩-এ কমার্স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৫-এ কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৭-এ ফেনী শহর শাখা ছাত্রদলের সভাপতি, ২০০২-এ ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সর্বশেষ ২০১০-এ ফেনী জেলা ছাত্রদলের সভাপতি।। ২০১৪ সালে ছাত্রদলের দায়িত্বের পরিসমাপ্তি।
এই সুদীর্ঘ সময় সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া আমি ছাত্রদলের কাছে চিরঋণী । দায়িত্ব পালনকালীন সময়ের সকল পর্যায়ের সকল সহযোদ্ধাদের জানাই আমার অন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সুদীর্ঘ সময় ছাত্রদলের দায়িত্ব পালন করতে গিয়ে বিসর্জন দিয়েছি অনেক ব্যক্তিগত অর্জনের সুযোগ। শরীরে বহন করছি আওয়ামী হায়নাদের ছোঁড়া বন্দুকের স্পিন্টার। মৃত্যুর মুখ থেকে ফিরেও আবার সামিল হয়েছি জাতীয়তাবাদীর কাফেলায়। বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্বপালনের সুযোগ করে দেয়ায় প্রানপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে ঋণী । নতুন প্রজন্মের ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে আওয়ামী অপশক্তিকে রুখে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নিদর্শনায় নতুন সূর্যের উদয় ঘটাই”