প্রেস বিজ্ঞপ্তি : ফেনীতে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করলেন নিজাম উদ্দিন হাজারী, সংসদ সদস্য, ফেনী-০২। ০৮ জানুয়ারি শনিবার ২০২২ ইং সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করা হয়।ফেনী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পুলিশ লাইন্স মাঠে এ মেলা মাসব্যাপী চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড. বেগম জেবুন নেছা, জেলা ও দায়রা জজ, ফেনী; আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা প্রশাসক, ফেনী; নাজিয়া কামরুল, সভানেত্রী, লেডিস ক্লাব, ফেনী;আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, ফেনী; ডাঃ রফিক-উস্-ছালেহীন, সিভিল সার্জন, ফেনী; মোহাম্মদ আতাউল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফেনী এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান এবং মেয়রগণ, গনমাধ্যমকর্মী, সাধারন জনগন ও জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোছাঃ শামীমা আক্তার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ফেনী।