ফেনী সদর প্রতিনিধি;: আগামী ১৫ জানুয়ারী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে ফেনী জেলার সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী পৌর বিএনপির প্রস্তুতি সভা ১১ জানুয়ারী শহরের তাকিয়া রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যাপক এম.এ.খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারি ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।