1. admin@fenirzamin.com : admin :
 2. piashwater@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
"ফেনী পুলিশ যেমন চাই" বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - ফেনীর জমিন
বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৪৯ পূর্বাহ্ন
আক্রান্ত

১,৯৫৩,০৮১

সুস্থ

১,৮৯৯,৮৯৭

মৃত্যু

২৯,১২৭

 • জেলা সমূহের তথ্য
 • ব্রাহ্মণবাড়িয়া ২,৭১৪
 • বরগুনা ১,০০৮
 • বগুড়া ৯,২৪০
 • চুয়াডাঙ্গা ১,৬১৯
 • ঢাকা ১৫০,৬২৯
 • দিনাজপুর ৪,২৯৫
 • ফেনী ২,১৮০
 • গাইবান্ধা ১,৪০৩
 • গাজীপুর ৬,৬৯৪
 • হবিগঞ্জ ১,৯৩৪
 • যশোর ৪,৫৪২
 • ঝালকাঠি ৮০৪
 • ঝিনাইদহ ২,২৪৫
 • জয়পুরহাট ১,২৫০
 • কুষ্টিয়া ৩,৭০৭
 • লক্ষ্মীপুর ২,২৮৩
 • মাদারিপুর ১,৫৯৯
 • মাগুরা ১,০৩২
 • মানিকগঞ্জ ১,৭১৩
 • মেহেরপুর ৭৩৯
 • মুন্সিগঞ্জ ৪,২৫১
 • নওগাঁ ১,৪৯৯
 • নারায়ণগঞ্জ ৮,২৯০
 • নরসিংদী ২,৭০১
 • নাটোর ১,১৬২
 • চাঁপাইনবাবগঞ্জ ৮১১
 • নীলফামারী ১,২৮০
 • পঞ্চগড় ৭৫৩
 • রাজবাড়ী ৩,৩৫২
 • রাঙামাটি ১,০৯৮
 • রংপুর ৩,৮০৩
 • শরিয়তপুর ১,৮৫৪
 • শেরপুর ৫৪২
 • সিরাজগঞ্জ ২,৪৮৯
 • সিলেট ৮,৮৩৭
 • বান্দরবান ৮৭১
 • কুমিল্লা ৮,৮০৩
 • নেত্রকোণা ৮১৭
 • ঠাকুরগাঁও ১,৪৪২
 • বাগেরহাট ১,০৩২
 • কিশোরগঞ্জ ৩,৩৪১
 • বরিশাল ৪,৫৭১
 • চট্টগ্রাম ২৮,১১২
 • ভোলা ৯২৬
 • চাঁদপুর ২,৬০০
 • কক্সবাজার ৫,৬০৮
 • ফরিদপুর ৭,৯৮১
 • গোপালগঞ্জ ২,৯২৯
 • জামালপুর ১,৭৫৩
 • খাগড়াছড়ি ৭৭৩
 • খুলনা ৭,০২৭
 • নড়াইল ১,৫১১
 • কুড়িগ্রাম ৯৮৭
 • মৌলভীবাজার ১,৮৫৪
 • লালমনিরহাট ৯৪২
 • ময়মনসিংহ ৪,২৭৮
 • নোয়াখালী ৫,৪৫৫
 • পাবনা ১,৫৪৪
 • টাঙ্গাইল ৩,৬০১
 • পটুয়াখালী ১,৬৬০
 • পিরোজপুর ১,১৪৪
 • সাতক্ষীরা ১,১৪৭
 • সুনামগঞ্জ ২,৪৯৫
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট

“ফেনী পুলিশ যেমন চাই” বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
 • ৪৮ ভিউ

স্টাফ রিপোর্টার:ফেনী জেলা পুলিশ প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত “ফেনী পুলিশ যেমন চাই” শীর্ষক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান ১৩ জানুয়ারি ফেনী পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন হাজারী, সংসদ সদস্য, ফেনী-০২; মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম বিভাগ; আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা প্রশাসক, ফেনী; আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, ফেনী; জালাল উদ্দিন আহম্মেদ পাপ্পু, সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন। এ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কমকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের অভিবাকরা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ে বিজয়ী হয়েছেন—
• চিত্রাঙ্কন প্রতিযোগিতা (প্লে-পঞ্চম)
প্রথম- নাফিসা আঞ্জুমান, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাগনভূঞা থানা, ফেনী।
দ্বিতীয়- স্বপ্ন সেন, ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়, ফেনী মডেল থানা, ফেনী।+
তৃতীয়- আদ্রিতা নাথ অথৈ, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী মডেল থানা, ফেনী।

• রচনা প্রতিযোগিতা (মাধ্যমিক শাখা)
প্রথম- সাবিহা বিনতে আজিম, পুলিশ লাইন্স স্কুল, ফেনী মডেল থানা, ফেনী।
দ্বিতীয়- সুমাইয়া রহমান, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলগাজী থানা, ফেনী।
তৃতীয়- আরিফা রহমান, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী মডেল থানা, ফেনী।

• রচনা প্রতিযোগিতা (উচ্চ মাধ্যমিক শাখা)
প্রথম- আবু তৈয়ব ইমন, মহিপাল সরকারি কলেজ, ফেনী মডেল থানা, ফেনী।
দ্বিতীয়- নাহিদা আক্তার, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, দাগনভূঞা থানা, ফেনী।
তৃতীয়- জেসমিন আক্তার, ফুলগাজী মহিলা ডিগ্রী কলেজ, ফুলগাজী থানা, ফেনী।

• রচনা প্রতিযোগিতা (উন্মুক্ত শাখা)
প্রথম- রোটারিয়ান মু. নজরুল ইসলাম, প্রজেক্ট চেয়ারম্যান, রোটারী ফ্লাইডে স্কুল, ফেনী মডেল থানা, ফেনী।
দ্বিতীয়- মোহাম্মদ আবু হানিফ, অধ্যক্ষ, প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ, ফেনী মডেল থানা, ফেনী।
তৃতীয়- নাইমা তাবাসছুম, ফেনী মডেল থানা, ফেনী।

এছাড়াও উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীদেরকে ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি ভালো লেগে থাকলে শেয়ার করুণ

আর সংবাদ পরতে ...