স্টাফ রিপোর্টার:ফেনী জেলা পুলিশ প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত “ফেনী পুলিশ যেমন চাই” শীর্ষক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান ১৩ জানুয়ারি ফেনী পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন হাজারী, সংসদ সদস্য, ফেনী-০২; মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম বিভাগ; আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা প্রশাসক, ফেনী; আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার, ফেনী; জালাল উদ্দিন আহম্মেদ পাপ্পু, সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশন। এ ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কমকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থী এবং তাদের অভিবাকরা উপস্থিত ছিলেন।
জেলা পর্যায়ে বিজয়ী হয়েছেন—
• চিত্রাঙ্কন প্রতিযোগিতা (প্লে-পঞ্চম)
প্রথম- নাফিসা আঞ্জুমান, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দাগনভূঞা থানা, ফেনী।
দ্বিতীয়- স্বপ্ন সেন, ফেনী সরকারি পাইলট আদর্শ প্রাথমিক বিদ্যালয়, ফেনী মডেল থানা, ফেনী।+
তৃতীয়- আদ্রিতা নাথ অথৈ, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী মডেল থানা, ফেনী।
• রচনা প্রতিযোগিতা (মাধ্যমিক শাখা)
প্রথম- সাবিহা বিনতে আজিম, পুলিশ লাইন্স স্কুল, ফেনী মডেল থানা, ফেনী।
দ্বিতীয়- সুমাইয়া রহমান, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলগাজী থানা, ফেনী।
তৃতীয়- আরিফা রহমান, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী মডেল থানা, ফেনী।
• রচনা প্রতিযোগিতা (উচ্চ মাধ্যমিক শাখা)
প্রথম- আবু তৈয়ব ইমন, মহিপাল সরকারি কলেজ, ফেনী মডেল থানা, ফেনী।
দ্বিতীয়- নাহিদা আক্তার, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ, দাগনভূঞা থানা, ফেনী।
তৃতীয়- জেসমিন আক্তার, ফুলগাজী মহিলা ডিগ্রী কলেজ, ফুলগাজী থানা, ফেনী।
• রচনা প্রতিযোগিতা (উন্মুক্ত শাখা)
প্রথম- রোটারিয়ান মু. নজরুল ইসলাম, প্রজেক্ট চেয়ারম্যান, রোটারী ফ্লাইডে স্কুল, ফেনী মডেল থানা, ফেনী।
দ্বিতীয়- মোহাম্মদ আবু হানিফ, অধ্যক্ষ, প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ, ফেনী মডেল থানা, ফেনী।
তৃতীয়- নাইমা তাবাসছুম, ফেনী মডেল থানা, ফেনী।
এছাড়াও উপজেলা পর্যায়ে নির্বাচিত প্রতিযোগীদেরকে ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।